ভারতীয় বিচার ব্যবস্থা

  1. সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 65 বছর।
  2. হাই কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62 বছর।
  3. সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন – রাষ্ট্রপতি।
  4. হাইকোর্টের বিচারপতিদের মেয়াদ শেষের আগে অপসারণ করতে পারে – রাষ্ট্রপতি, সংসদের উভয় কক্ষের সম্মতিক্রমে।
  5. ভারতের মোট হাইকোর্ট – 24 টি।
  6. হাই কোর্ট 226 নম্বর ধারা বলে লেখ্ (Write) জারি করতে পারে।